Last Updated: Sunday, December 9, 2012, 17:36
ঘরের মাঠে পরপর ২টো টেস্টে শোচনীয় পরাজয়। এবার তার জের পড়ল দলনির্বাচনেও। ভারত-ইংল্যান্ড সিরিজের অন্তিম টেস্টে দল থেকে বাদ পড়লেন জাহির খান,
যুবরাজ সিং আর হরভজন সিং। আগামী বৃহস্পতিবার থেকে নাগপুরে শুরু হবে চতুর্থ টেস্ট। তার আগে দলে কিছু টাটকা রক্তের আমদানি করার চেষ্টা করলেন সন্দীপ
পাটিলের নির্বাচক কমিটি।