Last Updated: Monday, April 22, 2013, 16:43
বিশ্বের অন্যতম ধনী শিল্পপতি মুকেশ আম্বানিকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর মনে করে ৫৬ বছরের এই শিল্পপতি ভারতের ``জাতীয় সম্পদ`` । সেই কারণে তাঁর নিরাপত্তার স্বার্থে সিআরপিএফের স্বশস্ত্র কমান্ডোদের নিয়োজিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রথম কোনও রাজনৈতিক দল বা সরকারের বাইরে কোনও ব্যক্তি এই উচ্চমানের নিরাপত্তা পেতে চলেছেন।