অক্ষয় ঠাকুর - Latest News on অক্ষয় ঠাকুর| Breaking News in Bengali on 24ghanta.com
দিল্লি ধর্ষণ কাণ্ডে ঐতিহাসিক রায়, ৪ জনের ফাঁসির আদেশ আদালতের

দিল্লি ধর্ষণ কাণ্ডে ঐতিহাসিক রায়, ৪ জনের ফাঁসির আদেশ আদালতের

Last Updated: Friday, September 13, 2013, 16:43

ন-মাস পর বিচার পেলেন নির্ভয়া। বিরলতম অপরাধে দিল্লি গণধর্ষণ কাণ্ডে দোষী সাব্যস্ত ৪ জনকে ফাঁসির আদেশই দিল আদালত। অভিযুক্ত অক্ষয় ঠাকুর, পবন গুপ্তা, বিনয় শর্মা, মুকেশ সিংকে মৃত্যুদণ্ড দেন বিচারক যোগেশ খান্না। শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ তাদের ফাঁসির সাজা ঘোষণা করে অ্যাডিশনাল সেসনস জজ যোগেশ খান্না।