Last Updated: Tuesday, April 24, 2012, 09:05
আজ অক্ষয় তৃতীয়া। বাঙালির সোনা বাজারের দিন। এদিকে সোনার দাম আকাশ ছোঁয়া। বাড়তে বাড়তে প্রতি দশ গ্রাম সোনার দাম পৌঁছেছে প্রায় ২৯ হাজারের কাছাকাছি। ফলে গয়না কেনার ক্ষেত্রে বাধ্য হয়েই কিছুটা কাটছাঁট করতে হচ্ছে ক্রেতাদের।