Last Updated: Monday, November 5, 2012, 17:50
শনিবার থেকেই খবরের শিরোনামে সদ্য মুক্তি প্রাপ্ত ছায়াছবি তিন কন্যা। পুরসভার অধীনে থাকা প্রেক্ষাগৃহ স্টারে তিন কন্যা দেখানো হবে কিনা সেই নিয়ে তৈরি হওয়া বিতর্কের জট কাটছে না এখনও। স্টারের এই সিদ্ধান্তের প্রতিবাদে ছবির পরিচালক ও পরিবেশক কি হাত গুটিয়ে বসে থাকবেন, না আইনি লড়াইয়ে যাবেন ? তিন দিন গড়িয়ে গেলেও প্রশ্নের উত্তর বোধহয় এখনও জানা নেই পরিচালক ও পরিবেশকেরই।