Last Updated: Friday, June 14, 2013, 20:26
প্রখ্যাত গণসঙ্গীত শিল্পী অজিত পাণ্ডের মরদেহে মাল্যদান করে শেষ শ্রদ্ধা জানালেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সহ অন্যান্য বাম নেতারা। আজ দুপুর সাড়ে বারোটা নাগাদ আলিমুদ্দিন স্ট্রিটে সিপিআইএমের দলীয় কার্যালয় মুজাফর আহমেদ ভবনে নিয়ে যাওয়া হয় শিল্পী অজিত পাণ্ডের মরদেহ। সেখানে শেষ শ্রদ্ধা জানানোর পর দেহ নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। ওই হাসপাতালেই সম্পন্ন হয় দেহদান পর্ব।