অটল বিহারী বাজপায়ী - Latest News on অটল বিহারী বাজপায়ী| Breaking News in Bengali on 24ghanta.com
কেন মোদীতে না আডবানীর?

কেন মোদীতে না আডবানীর?

Last Updated: Saturday, September 14, 2013, 22:34

মোদীতে না আডবানীর। কিন্তু, কেন? একদা অত্যন্ত ঘনিষ্ঠ নরেন্দ্র মোদীকে কেন প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে মানতে চাইছেন না বিজেপি-র লৌহপুরুষ? নরেন্দ্র মোদী যদি রাজনীতিতে অর্জুন হন, তবে দ্রোনাচার্য নিঃসন্দেহে লালকৃষ্ণ আডবানী। আডবানীর রথযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল নরেন্দ্র মোদীর। আডবানীর আশীর্বাদের হাত পড়ে মোদীর মাথায়। বিজেপিতে শুরু হয় মোদীর উত্থান। আডবাণী-ঘনিষ্ঠ হওয়ার কারণেই বাজপেয়ীর আপত্তি সত্ত্বেও গোধরাকাণ্ডের পর গুজরাটের মুখ্যমন্ত্রীর পদ খোয়াতে হয়নি হয়নি নরেন্দ্র মোদীকে।