Last Updated: Friday, November 15, 2013, 22:34
ত্রিফলা, টোকেনের পর এবার জ্বালানি তেল। ফের কয়েক কোটি টাকার দুর্নীতি কলকাতা পুরসভায়। পুরসভার ইন্টারনাল অডিট রিপোর্টে উঠে এসেছে কোটি টাকার নতুন কেলেঙ্কারি। চব্বিশ ঘণ্টার হাতে পুরসভার সেই অডিট রিপোর্ট।