Last Updated: Monday, December 3, 2012, 16:13
ঋত্বিক ঘটকের নাতনি অদিতি ঘটকের জলে ডুবেই মৃত্যু হয়েছে। এমনটাই উঠে এল ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে। ময়নাতদন্তে অদিতির শরীরে মাদক বা অ্যালকোহলের কোনও অস্তিত্ব পাওয়া যায়নি বলে দাবি পুলিসের। ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিস।