Last Updated: Wednesday, September 4, 2013, 23:35
আমলাশোলের ছায়া বীরভূমের কাঁটাপাহাড়িতে। এলাকার একমাত্র পাথর খাদান বন্ধ, বন্ধ উপার্জন। অর্ধাহার, অপুষ্টিজনিত রোগে ভুগে ইতিমধ্যেই মারা গেছেন ১৬ জন আদিবাসী শ্রমিক। বাকিদের শরীরে বাসা বেধেছে টিবির মতো অসুখ। বিনা চিকিত্সায় তিল তিল করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন তাঁরাও।