Last Updated: Thursday, October 18, 2012, 14:11
অফ হোয়াইট সাউথ কটন। বড় করে কাটা ছড়ানো পিঠের ব্লাউজ। মাথায় ফুল। আগাপাশতলা ট্রাডিশনাল সাজেই এক ছিপি ট্রেন্ড ঢেলে দেওয়া যায় যদি ব্লাউজের ছড়ানো পিঠ থেকে উঁকি মারে ছোট্ট একটা প্রজাপতি। বা নৌকার মতো কোমরের খাঁজে ডানা মেলে বিরাজ করে কোনও জলপরী।