Last Updated: Thursday, November 8, 2012, 18:08
"মোগ্যাম্বো খুশ হুয়া"! ভারতীয় সিনেমার প্রথম সায়েন্স-ফিকশন মুভির সেই কাল্ট চরিত্র। ২৫ বছর পর সিক্যুয়েল হতে চলেছে `মিস্টার ইন্ডিয়া`র। শোনা যাচ্ছে অমরীশ পুরী অভিনীত সেই কালজয়ী চরিত্রে এবার অভিনয় করতে চলেছেন সলমন খান।