Last Updated: Sunday, August 11, 2013, 16:56
আগুন লেগেছে ভূস্বর্গে। ফের একবার বেওনেট আর সেনাবাহিনীর টাইগার ভ্যানের টহলে কাশ্মীর। আর চেনা ছবি কারফিউ। রবিবার আরও তিনটি জেলায় কারফিউ জারি করা হয়েছে। চলছে আর্মির ফ্ল্যাগ মার্চ। রাজনৈতিক নেতাদের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা জারি করেছে জম্মু প্রশাসন। আজ সকালে জম্মু বিমানবন্দরে বিজেপি নেতা অরুণ জেটলিকে আটক করা হয়। তাঁকে ফিরে যেতে বাধ্য করা হয়।