Last Updated: Thursday, June 5, 2014, 13:28
বারাকপুরে অর্জুন সিংয়ের আন্দোলনে অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রীর হাতে থাকা পুলিসের ভূমিকার বিরুদ্ধে আন্দোলনকে ভাল চোখে দেখছে না দল। কমিশারেট ঘেরাও আন্দোলনে দেখা যায়নি দলের রাজ্য বা জেলাস্তরের কোনও নেতাকেই। কেন এভাবে বনধ ডাকা হল তার কৈফিয়তও চাওয়া হতে পারে অর্জুন সিংয়ের কাছে।