Last Updated: Thursday, November 28, 2013, 17:23
ডেপুটেশন দিতে গিয়ে পুলিসের ধাক্কার মুখে পড়তে হল সুজন চক্রবর্তী, অসীম চ্যাটার্জি, সুনন্দ সান্যালকে। সারদা কাণ্ডে সিবিআই তদন্তের দাবি নিয়ে আজ বিধাননগর কমিশারেটে যায় ইউনাইটেড চিট ফান্ড সাফারার ইউনিট নামে একটি সংস্থা। সেই সংস্থার সঙ্গেই ছিলেন সুজন চক্রবর্তী, সুনন্দ সান্যাল, অসীম চ্যাটার্জিরা। ডেপুটেশন দিতে গিয়ে পুলিসের বাধার মুখে পড়েন প্রতিনিধি দলের সদস্যেরা।