Last Updated: Wednesday, March 13, 2013, 21:34
মোহালিতে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের প্রথম দিনই বাধা। এদিন বৃষ্টির
জন্য ভেস্তে গেল প্রথম দিনের খেলা। তিনবার মাঠ পরিদর্শনের পর দুপুর একটা
নাগাদ আম্পায়াররা খেলা বাতিলের সিদ্ধান্ত নেন। সকাল থেকেই থেমে
থেমে বৃষ্টির জন্য একটি বলও খেলা হয়নি। মাঝে দু-একবার বৃষ্টি থামলে
গ্রাউন্ডসম্যানরা সুপার সোকার দিয়ে মাঠে জমা জল শোকানোর চেষ্টা করেন।
কিন্তু একটু পরেই আবার বৃষ্টি নামায় বাধ্য হয়ে খেলা বাতিল করে দেওয়ার
সিদ্ধান্ত নেন আম্পায়াররা।