Last Updated: Tuesday, October 2, 2012, 19:31
রজার ফেডেরার, মারিয়া শারাপোভা, ব্রায়ান ভাইরা বিশ্ব খেলাধুলোর জগতে বড়লোক হিসাবে পরিচিত। সারা বছর বিভিন্ন এটিপি টুর্নামেন্টে খেলে ফেডেরাররা যা রোজগার করেন তা আকাশছোঁয়া, তার ওপর আবার রয়েছে চারটি গ্র্যান্ড স্লাম।