Last Updated: Friday, July 26, 2013, 17:39
হাইস্কুলে প়ডার সময় তাঁকে নিয়ে তৈরি হয়েছিল ৮ মিনিটের ইউটিউব ভিডিও। বলা হয়েছিল তিনি `বিশ্বের কুত্সিততম মহিলা।` তিনি লিজি ভালসাকেজ। ২৩ বছরের এই মার্কিন মহিলা এক বিরল রোগে আক্রান্ত। তাঁর শরীরে নেই কোনও অ্যাডিপোজ টিস্যু। এই ২৩ বছর বয়সেও তাঁর ওজন ৬০ পাউন্ড। কিন্তু তার জন্য থেমে থাকেনি জীবনের স্বপ্নপূরণ। আজ হল ভর্তি শ্রোতার সামনে বক্তৃতা দেন তিনি। এই বছরই প্রকাশিত হতে চলেছে তাঁর তৃতীয় বই।