Last Updated: Wednesday, September 18, 2013, 22:17
রাজ্যের প্রথম বিমাননগরী অ্যারেট্রোপলিস। আগামিকাল বিমননগরীর নামকরণে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ১৮০০ একর জমির ওপর গড়ে উঠছে প্রকল্প। তবে এই প্রকল্পের বাণিজ্যিক সাফল্য নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।