আই হ্যাভ আ ড্রিম - Latest News on আই হ্যাভ আ ড্রিম| Breaking News in Bengali on 24ghanta.com
অর্ধ শতাব্দী পরেও লুথারের স্বপ্নই স্মরণ করালেন তিন মার্কিন প্রেসিডেন্ট

অর্ধ শতাব্দী পরেও লুথারের স্বপ্নই স্মরণ করালেন তিন মার্কিন প্রেসিডেন্ট

Last Updated: Thursday, August 29, 2013, 22:40

স্বপ্ন দেখেছিলেন বৈষম্যহীন মার্কিন সমাজের। সেই স্বপ্নের কথাই শুনিয়েছিলেন লিঙ্কন মেমোরিয়ালে জড়ো হওয়া প্রায় আড়াই লক্ষ মানুষকে। ১৯৬৩ সালে ২৮ অগাস্ট বিখ্যাত আই হ্যাভ আ ড্রিম বক্তৃতায় সেই কথা শুনিয়েছিলেন মার্টিন লুথার কিং জুনিয়র। অর্ধেক শতাব্দী পর ওই একই জায়গায় দাঁড়িয়ে মার্টিন লুথার কিং জুনিয়রের অধরা স্বপ্নের কথা শোনালেন তিন প্রজন্মের তিন মার্কিন প্রেসিডেন্ট।