Last Updated: Monday, April 22, 2013, 16:53
আইআইএফএর তালিকায় সবথেকে বেশি মনোনয়ন পেয়ে এগিয়ে রইল বরফি। বরফির ঘাড়ের ওপর নিশ্বাস ফেলছে ভিকি ডোনর, গ্যাংস অফ ওয়াসেপুর ও অগ্নিপথ। মার্চের একটি সপ্তাহান্তে ছিল ভোটিং উইকএন্ড। ভোটে মোট ১৩টি মনোনয়ন পেয়েছে বরফি।