Last Updated: Friday, July 5, 2013, 10:38
প্রতিবাদ জোর নিচ্ছে নোয়াপাড়ায়। ইভটিজিংকাণ্ডের প্রতিবাদ করার এক ছাত্র আক্রান্ত হওয়ার ঘটনায় আগেথেকেই ফুঁসছিল এলাকার মানুষ। আজ সেখানে খবর করতে গেলে আক্রান্ত হয় ২৪ ঘণ্টার প্রতিনিধিরা। বাধা দেওয়া হয় সাংবাদিকদের। হুমকি দেওয়া হয় স্থানীয়দেরও। এলাকার মানুষই চিনিয়ে দেন, যারা সেখানে হুমকি দিচ্ছে ও সংবাদমাধ্যমকে বাধা দিচ্ছেন তাঁরা স্থানীয় তৃণমূলের নেতা-কর্মী।