Last Updated: Saturday, February 16, 2013, 22:49
মার্চের প্রথম সপ্তাহে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী আইএফএ শিল্ড। এবার শিল্ডের গ্রুপ লিগের ম্যাচগুলি হবে কল্যাণী ও শিলিগুড়িতে। গ্রুপ লিগের ম্যাচগুলি ইস্টবেঙ্গল খেলবে শিলিগুড়িতে। আর মোহনবাগান খেলবে কল্যাণীতে। চৌঠা মার্চ শিলিগুড়িতে লাজং এফসি-র বিরুদ্ধে শিল্ডের অভিযান শুরু করবে ইস্টবেঙ্গল। এবার একনজরে দেখে নেব দুই প্রধানের শিল্ডের ক্রীড়াসূচি।