আইএসপিআর - Latest News on আইএসপিআর| Breaking News in Bengali on 24ghanta.com
দ্রুত সেড়ে উঠছে মালালা

দ্রুত সেড়ে উঠছে মালালা

Last Updated: Sunday, October 14, 2012, 19:56

তালিবানি হামলায় গুরুতর জখম পাক কিশোরী মালালা উসুফজাইয়ের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। ভেন্টিলেটরে থাকলেও, তার হাত ও পা সামান্য নড়াচড়া করছে। ফলে ওষুধের মাত্রাও কিছুটা কমানো হয়েছে। জানিয়েছেন আইএসপিআর-এর মহানির্দেশক মেজর আসিন বাজওয়া।