Last Updated: Saturday, February 2, 2013, 20:39
আজ হবে ষষ্ঠ আইপিএলের নিলাম। এবারের নিলামে ১১০ জন ক্রিকেটারকে তোলা হবে। এদের মধ্যে ভারতীয় ক্রিকেটার আছে সাতজন। এবারও নিলামে রাখা হয়নি কোনও পাকিস্তান ক্রিকেটারকে। এবারের ফ্র্যাঞ্চাইজির নজর অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটারের দিকে। একজন প্রাক্তন অসি অধিনায়ক রিকি পন্টিং। অপরজন অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক মাইকেল ক্লার্ক। দুজনেরই বেস প্রাইস দুকোটি টাকা।