Last Updated: Monday, October 7, 2013, 20:20
বাংলাদেশে রাজনীতি করার কোনও অধিকার নেই জামাতের। শাহবাগের জনজাগরণ মঞ্চ বা আওয়ামী লিগ নয়, এই মতামত খোদ জামাতি ইসমালির প্রতিষ্ঠাতার ছেলে। সৈয়দ হায়দার ফারুক মওদুদির বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করার জন্যই তাঁদের এই অধিকার থাকা উচিত নয় বলে মনে করেন তিনি।