Last Updated: Thursday, July 5, 2012, 11:55
বৃহস্পতিবার শেষ হচ্ছে ধৃত লস্কর জঙ্গি আবু হামজা ওরফে আবু জুন্দালের পুলিস হেফাজত। সূত্রের খবর, আজ আবু হামজাকে তিস হাজারি আদালতে পেশ করা হলে ফের ১৫ দিনের জন্য তাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করবে দিল্লি পুলিস।