Last Updated: Wednesday, February 13, 2013, 20:18
অটোচালককে ট্রাফিক সার্জেন্টের মারধরের প্রতিবাদে বন্ধ হয়ে গেল আহেরিটোলা-মানিকতলা রুটের অটো চলাচল। অটো বন্ধ থাকায় দিনভর নাকাল হলেন নিত্যযাত্রীরা। পুলিসি হেনস্তার প্রতিবাদে বেশকিছুক্ষণ রাস্তা অবরোধ করেন অটোচালকরা। চালকরা জানিয়েছেন, ওই ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে অভিযোগ নেয়নি বটতলা থানা।