Last Updated: Tuesday, June 18, 2013, 21:24
২৪ ঘণ্টার পর্দায় আত্মপ্রকাশ করলেন পার্কস্ট্রিটের ধর্ষিতা সুজেট। জানালেন, "ধর্ষণ সমাজের লজ্জা, ধর্ষিতার নয়। এভাবে মুখ ঢেকে থাকব কেন? আমি ক্রিমিনাল নই তবু কেন মুখ ঢাকব? জঘন্য অপরাধের শিকার আমি। আমার মুখ ঝাপসা করবেন না। নাম, পরিচয় জানাতে লজ্জাবোধ করি না।"