আদবানি - Latest News on আদবানি| Breaking News in Bengali on 24ghanta.com
আর এস এস- বিজপি বৈঠকে সিদ্ধান্ত হবে মোদী কে নিয়ে?

আর এস এস- বিজপি বৈঠকে সিদ্ধান্ত হবে মোদী কে নিয়ে?

Last Updated: Sunday, September 8, 2013, 17:11

দু`দিনের `সমবায় বৈঠকে` বসল বিজেপি-আরএসএস। দিল্লির এই গুরুত্বপূর্ণ বৈঠকে গুজরাত মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে ২০১৪-র লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী প্রার্থী ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে। শনিবার এই কর্মসুচির উদ্বোধন করেন সংঘ প্রধান মোহন ভাগবত।