Last Updated: Monday, October 7, 2013, 14:50
`হোশ ওয়ালো কো খবর ক্যায়া, বেখুদি ক্যায়া চিজ হ্যায়...` মনে পড়ে সরফরোশ ছবির সেই অমর গানের দৃশ্য? সোনালি বেন্দ্রের গোলাপি ওড়নার প্রেমেই পাগল হয়েছিলেন সাহসী পুলিস অফিসার আমির খান মহাশয়। বা হেল্লো ব্রাদার ছবির রানি মুখার্জির সেই হলুদ ওড়না? যার প্রেমে পাগল পাগল দশা হয়েছিল সলমন খানের? শুধু রপোলি পর্দায় নয়। বাস্তবঘাঁটলেও ওড়নায় মন মজে প্রেমের সূত্রপাতের উদাহরণ মিলবে কাঁড়ি কাঁড়ি। ওড়না জিনিসটাই এমন। লজ্জা ঢাকার প্রয়োজনে ওড়নার আবির্ভাব হলেও সে তার সহজাত গুণে ছাপিয়ে গিয়েছে নিজেকেই। সালোয়ার-কমিজের সঙ্গে শুধু সঙ্গত করাই নয়, আজ ওড়না অন্যতম হেপ অ্যাক্সেসরিজ। এই পুজোতেও ফ্যাশন ট্রেন্ড জুড়ে ওড়নারই মনোপলি।