Last Updated: Monday, January 21, 2013, 11:12
সরকারি উদ্যোগে বিমানবন্দরের আধুনিকীকরণের প্রচেষ্টাকে এবার দরাজ গলায় সার্টিফিকেট দিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। রবিবার আধুনীকিকরণের পরে কলকাতা বিমানবন্দরের নতুন টার্মিনালের উদ্বোধনে করেন রাষ্ট্রপতি। কলকাতা বিমানবন্দরের আধুনিকীকরণের দায়িত্ব কোনও বেসরকারি সংস্থা নয় সরকারি হাতেই দেওয়া হোক এই দাবিতে একসময়ে সরব হয়েছিল বামেরা। রবিবার রাষ্ট্রপতি বলেন, "সরকারি হাতে কলকাতা বিমানবন্দরের আধুনীকিরণের যে দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা তা পালন করে দেখিয়েছে।"