Last Updated: Monday, April 22, 2013, 19:00
প্রযোজক শকিল নুরানির করা মামলায় জামিন পেলেন সঞ্জয় দত্ত। শকিল নুরানিকে শাসানোর জন্য তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল মুম্বইয়ের আন্ধেরি আদালত। সোমবার সঞ্জয় হাজিরা দিলে তাঁর জামিন মঞ্জুর করে আন্ধেরি আদালত।