Last Updated: Saturday, December 17, 2011, 23:45
দক্ষিণ ২৪ পরগনার সংগ্রামপুরের বিষমদ কাণ্ডের ফলে আবগারি দফতরের ব্যর্থতা এবং সার্বিক ভাবে পরিকাঠামোর অভাব প্রকাশ্যে এসেছে। একথা স্বীকার করেই মহাকরণে উচ্চপর্যায়ের বৈঠকে আবগারি দফতর ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিল সরকার।