Last Updated: Sunday, October 23, 2011, 23:45
ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর। শেষ হল আট মাসের যুদ্ধ। রবিবার, বেংঘাজির ফ্রিডম স্ক্যোয়ারে গদ্দাফি বাহিনীর সঙ্গে যুদ্ধাবসানের কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করলেন ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের ডেপুটি লিডার আবদেল হাফিজ ঘোগা।