আবুল বাশার - Latest News on আবুল বাশার| Breaking News in Bengali on 24ghanta.com
কালই দিকশূন্যপুরে বিলীন হয়ে যাবেন নীললোহিত

কালই দিকশূন্যপুরে বিলীন হয়ে যাবেন নীললোহিত

Last Updated: Tuesday, October 23, 2012, 21:04

এখনও পিস হাভেনে শায়িত সবুজ দ্বীপের রাজা। কাল তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। সকাল পৌনে এগারোটা থেকে বেলা সাড়ে বারোটা পর্যন্ত রবীন্দ্রসদন প্রাঙ্গনে শেষশ্রদ্ধা জানাবে তাঁর অগনিত অনুরাগী। তারপরই দিকশূন্যপুরের উদ্দেশে রওনা দেবেন নীললোহিত।