Last Updated: Wednesday, November 7, 2012, 22:05
মার্কিন মুলুকে বারাক ওবামার সঙ্গে মিট রমনির লড়াইয়ের আঁচ কলকাতা মহানগরীতেও। কলকাতায় মার্কিন তথ্যকেন্দ্রে বুধবার সকাল থেকেই ছিল টানটান উত্তেজনা। সাতসকালেই আমেরিকান সেন্টারে হাজির হয়েছিলেন অনেকে। বুধবার সকাল থেকেই ব্যস্ততা কলকাতার আমেরিকান সেন্টারে। ভোর ৫টা থেকে ভিড় জমা শুরু হয়েছিল। শুধু মার্কিন নাগরিকরাই নন। ছিলেন কলকাতার সাধারণ মানুষও। পড়ুয়াদের উত্সাহ ছিল চোখে পড়ার মত।