আরব বসন্ত - Latest News on আরব বসন্ত| Breaking News in Bengali on 24ghanta.com
ফের অশান্ত মিশর

ফের অশান্ত মিশর

Last Updated: Monday, November 21, 2011, 22:41

হোসনি মুবারকের পদত্যাগেও যেন শান্তি ফিরছে না মিশরে। গত কয়েকদিন ধরে এই ইস্যুতে আবারও রাজপথে নেমে আন্দোলনে সামিল কয়েক হাজার মানুষ। সোমবার বিক্ষোভের তৃতীয় দিনে আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় পুলিসের। হিংসায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পঁয়ত্রিশ।