আর্থার রোড জেল - Latest News on আর্থার রোড জেল| Breaking News in Bengali on 24ghanta.com
পাখা, শ্যাম্পু ও গীতা নিয়ে জেলে সঞ্জয়

পাখা, শ্যাম্পু ও গীতা নিয়ে জেলে সঞ্জয়

Last Updated: Friday, May 17, 2013, 15:50

জেলে অতিথি আপ্যায়ন না পেলেও কিছু প্রয়োজনীয় জিনিস সঙ্গে রাখার অনুমতি পেলেন সঞ্জয়। বাড়ি থেকে তাঁকে শোয়ার গদি, বালিশ, পাখা, টয়লেটের প্রয়োজনীয় সামগ্রী ও মশার ওষুধ নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে জেল কর্তৃপক্ষ। এছাড়াও বাড়ি থেকে ওষুধ ও মাঝেমধ্যে জেলে বসে বাড়ির খাবারও খেতে পারবেন সঞ্জয়।