Last Updated: Friday, September 30, 2011, 21:09
সেপ্টেম্বর ৯/১১ ২০০১-র সন্ত্রাসবাদী হামলা সম্পর্কে সন্দেহ প্রকাশ করায়,ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের কড়া সমালোচনা করল আল কায়দা। "আহমেদিনেজাদ হাস্যকর তত্ত্ব সাজাচ্ছেন` বলে মন্তব্য করা হয়েছে ওই জঙ্গি সংগঠনের অনলাইন পত্রিকায়। এক সাক্ষাত্কারে ইরানের প্রেসিডেন্ট জানিয়েছেন,২০০১ সালের ১১ সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে কোনও জঙ্গি হামলা হয়নি। গোটা বিষয়টাই মার্কিন যুক্তরাষ্ট্রের "ষড়যন্ত্র`।