Last Updated: Wednesday, August 28, 2013, 22:54
আলিপুর চিড়িয়াখানায় মৃত্যু হল এক জলহস্তির। আজ সকালে চিড়িয়াখানার জলাশয়ে মৃত অবস্থায় ভাসতে দেখা যায় পাপ্পি নামের স্ত্রী জলহস্তিটিকে। ইনটেসটিনাল ইনট্যাকশন বা অন্ত্রে খাবার আটকে ও তা থেকে সংক্রমণের জেরেই পাপ্পির মৃত্যু হয়েছে বলে ময়না তদন্তে জানা গেছে।একইসঙ্গে, চিড়িয়াখানার জলাশয়ের সংস্কারের দাবিও তুলেছে কর্মী সংগঠনের একাংশ।