আলু বীজ - Latest News on আলু বীজ| Breaking News in Bengali on 24ghanta.com
আলু চাষের ভরা মরসুম বীজের দ্বিগুন দামে দিশেহারা কৃষকরা

আলু চাষের ভরা মরসুম বীজের দ্বিগুন দামে দিশেহারা কৃষকরা

Last Updated: Thursday, November 21, 2013, 10:02

খাবার আলুর পর এবার আলু বীজের সঙ্কট। আলু বসানোর ভরা মরসুমে মাথায় হাত রাজ্যের আলুচাষীদের। গতবছর যে আলুবীজের দাম ছিল বস্তাপিছু ১২০০ থেকে ১৩০০ টাকা, চলতি বছর সেই বীজের দাম দ্বিগুন বেড়ে হয়েছে ২২০০ থেকে ২৩০০ টাকা। এই সঙ্কটের পিছনে রয়েছে আলুবীজ ব্যবসায়ীদের ফাটকাবাজি। এমনটাই অভিযোগ কৃষকদের।