Last Updated: Thursday, March 28, 2013, 17:12
করে কারচুপি করায় মোবাইল প্রস্তুতকারক সংস্থা নোকিয়াকে দু`হাজার কোটি টাকার জরিমানা করল আয়কর দফতর। প্রত্যুত্তরে নোকিয়ার দাবিগুলিতে স্থগিতাদেশ জারি করেছে দিল্লি আদালত। ফলে জরিমানা বাবদ ২০০০ কোটি টাকা দিতে হবে নোকিয়াকে।