Last Updated: Monday, June 17, 2013, 19:34
ঠিক যেন `লাগে রাহো মুন্নাভাই` সিনেমাটার মত। রাজু হিরানির সেই সিনেমায় মুন্না শিখেয়েছিল, প্রতিবাদ করার সময় তোমার প্রতিপক্ষকে গোলাপ হাতে ধরিয়ে বলতে হয় গেট ওয়েল সুন। এদিন মহাকরণ প্রতিবাদিরা কিছুটা এরকমভাবেই তাদের প্রতিবাদ জানালেন।