Last Updated: Thursday, October 31, 2013, 23:15
পোপ ফ্রান্সিসের ফোনেও আড়ি পেতেছিল আমেরিকা। দাবি ইতালিয় ম্যাগাজিন প্যানোরামার। শুধু পোপ নয়, ম্যাগাজিনটির দাবি, অন্যান্য কার্ডিনালদের ফোনেও নজরদারি চালিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এনএসএ। মার্কিন আড়িপাতা নিয়ে নতুন এই তথ্য সামনে আসার পর ফের তোলপাড় বিশ্ব রাজনীতি।