Last Updated: Sunday, February 10, 2013, 22:54
কলকাতা বইমেলার শেষদিনেই বিতর্ক শুরু হল আগামী বছরের বইমেলা ঘিরে। মুখ্যমন্ত্রীর ঘোষণা, আগামী বছর কলকাতা বইমেলার থিম কান্ট্রি হবে পেরু। কিন্তু, পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের দাবি, এ নিয়ে কোনও চিঠি বা আবেদনই এসে পৌঁছয়নি।