Last Updated: Friday, March 22, 2013, 21:45
ডিজেলের দাম ৪৫ পয়সা বাড়ানর সিদ্ধান্ত নিল তেল সংস্থাগুলি। আজ মাঝরাত থেকে বর্ধিত মূল্য লাগু হতে চলেছে বলে ইন্ডিয়ান অয়েলের তরফে জানানো হয়েছে। প্রট্রোলের দাম লিটার প্রতি ২ পয়সা কমানোর সিদ্ধান্ত নেওয়ার এক সপ্তাহের মাথায় ফের দাম বাড়ল ডিজেলের।