ইবনে সউদ - Latest News on ইবনে সউদ| Breaking News in Bengali on 24ghanta.com
এস আই খুনের অভিযুক্তদের পুলিস হেফাজতের আর্জি খারিজ

এস আই খুনের অভিযুক্তদের পুলিস হেফাজতের আর্জি খারিজ

Last Updated: Monday, March 4, 2013, 23:59

গার্ডেনরিচ কাণ্ডে ধাক্কা খেল সিআইডি। এই ঘটনায় চার অভিযুক্ত মহম্মদ মোক্তার, মহম্মদ মোস্তাক, ইবনে সউদ এবং শেখ সুভানের পুলিস হেফাজতের আর্জি খারিজ করে দিল আদালত। ১৮ মার্চ পর্যন্ত তাঁদের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ইবনে সউদ ও সেখ সুভানকে প্রেসিডেন্সি জেলে এবং মোক্তার ও মহম্মদ মোস্তাককে আলিপুর জেলে পাঠানো হয়েছে।