Last Updated: Saturday, October 19, 2013, 21:39
অসিদের জয়ের জন্য দরকার হয় ১২ বলে ১৪ রান। ইশান্তের সেই `দামি` ওভারে ফকনার মারেন চারটে ওভার বাউন্ডারি। শেষ ওভারে অসিদের জয়ের জন্য দরকার ছিল ৯ রান। শেষ ওভারে বিনয় কুমারের প্রথম দু বলে তিন রান নেওয়ার পর চতুর্থ বলে ওভার বাউন্ডারি হাঁকিয়ে রাজকীয় জয় ছিনিয়ে আনেন সেই ফকনার। যার ভূত আজীবন তাড়া করবে ইশান্ত শর্মাকে।