Last Updated: Wednesday, July 3, 2013, 21:06
গুজরাত গোয়ান্দা শাখা ও রাজ্য পুলিসই ইসরাত জাহানকে ভুয়ো এনকাউন্টারে হত্যা করে বলে সিবিআই চার্টশিটে জানানো হয়েছে। বুধবার সন্ধেয় আহমেদাবাদ আদালতে ইসরাত মামলার প্রথম চার্জশিট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের জানিয়েছে, "রাজনীতির ভিত্তিতে নয়, প্রমানের ভিত্তিতেই``, এই চার্জশিট গঠিত হয়েছে।